মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন জমা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:12:26

নাগরিক ঐক্যের আহবায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে শাহ সুলতান বলখির (রহ.) মাজার জিয়ারত করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মাহমুদুর রহমান মান্না ছাড়াও এই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বগুড়া আসেন।

বুধবার সকালে তিনি বগুড়া শহরের চকলোকমানে বাবা-মার কবর জিয়ারত করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাস্থানে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এর পর বেলা সাড়ে ৩টায় তিনি মনোনয়নপত্র জমা দেন।

দিনের কর্মসূচি শুরুর আগে তিনি সকালে সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এখনও বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করছি। সরকার মনে করেছিল বিএনপি নির্বাচনে যাবে না। এখন বিএনপি নির্বাচনে যাওয়ায় সরকার বিপাকে পড়েছে। সরকারের শক্তি পুলিশ আর আমাদের শক্তি জনগণ। জনগণের ব্যাপক সমর্থন থাকায় আমরা নির্বাচন করছি। জয় আমাদের নিশ্চিত- ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও খবর