ময়মনসিংহে ১১ আসনে শতাধিক প্রার্থীর মনোনয়ন জমা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:01:42

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং (আওয়ামী লীগ),  বিএনপি থেকে এমরান সালেহ প্রিন্স, আলী আজগর, অ্যাড. আফজাল এইচ খান ও সালমান উমর রুবেল, কৃষক শ্রমিক জনতা লীগের বাবুল দেবনাথ ও আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আনোয়ার হোসেন, হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে শরীফ আহমেদ (আওয়ামী লীগ), শাহ শহীদ সারোয়ার (বিএনপি), আবুল বাশার আকন্দ (বিএনপি), অ্যাড. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য) গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন), তৈয়ব হোসাইন ( ইসলামী এক্যজোটে) ও অধ্যক্ষ এমদাদুলহক (জাতীয় পার্টি)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু (স্বতন্ত্র), ড. সামিউল আলম লিটন, নাজনীন আলম (স্বতন্ত্র), মোর্শেদুজ্জামান সেলিম (স্বতন্ত্র), আলী আহাম্মদ খান সেলভী (স্বতন্ত্র), মোস্তফা বাবুল (স্বতন্ত্র), আহাম্মদ তায়েবুর রহমান হিরন (বিএনপি), ডাঃ আব্দুস সেলিম (বিএনপি), মোঃ আইয়ব আলী (ইসলামী আন্দোলন), আব্দুল মতিন মাষ্টার (ন্যাপ), প্রাণেশ চন্দ্র পন্ডিত (তরিকত ফেডারেশন), হারুন আল বারী (কমিনিউস্ট পার্টি), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি)। 

ময়মনসিংহ-৪ (সদর) আসনে বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), আমিনুল হক শামীম (স্বতন্ত্র), দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), আবু ওয়াহাব আকন্দ (বিএনপি), আবু জাফর মোঃ জাহিদ হোসেন (বিএনপি), কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ (বিএনপি), এমদাদুল হক মিল্লাত (সিপিবি), আবু সাইদ মহিউদ্দিন(এনডিএ) হামিদুল ইসলাম (এনপিপি), মাছউদুল হাছান (গণফোরাম)।

ময়মনসিংহ -৫ (মুক্তাগাছা) আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (জাতীয় পার্টি), কে.এম খালিদ বাবু (আওয়ামী লীগ), জাকির হোসেন বাবলু (বিএনপি), সামান মিয়া (এনপিপি), জকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি), জহিরুল ইসলাম (জাকের পার্টি), হাকিম মুন্জরুল হক (ইসলামী আন্দোলন)।

 

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (আওয়ামী লীগ), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন (বিএনপি), আখতারুল আলম ফারুক (বিএনপি), জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: জসিম উদ্দিন (স্বতন্ত্র), মাও. নুরুল আলম সিদ্দিকী (ইসলামী শাসনতন্ত্র), মো: বিল্লাল হোসেন (কৃষক শ্রমিক জনতালীগ), সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (জাসদ)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী (আওয়ামী লীগ), ডা. মাহবুবুর রহামন লিটন (বিএনপি), মো. জয়নাল আবেদীন (বিএনপি), আমিনুল ইসলাম আমিন (বিএনপি), মাওলানা আজিজুল হক(ইসলামি আন্দোলন), মুফতি আব্দুল মোমেন (খেলাফত মজলিস), আমীর মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি), এম. এ রাজ্জাক খান (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ফখরুল ইমাম (জাতীয় পার্টি), মাহমুদ হাসান সুমন (আওয়ামী লীগ), এইচএম খালেকুজ্জামান (গণফোরাম), শাহ নূরুল কবির শাহীন (বিএনপি), লুৎফুল্লাহেল মাজেদ (বিএনপি), রুহুল আমীন মাস্টার (বিএনপি), মুফতি মোঃ হাবিুল্লাহ (ইসলামী ঐক্যজোট), এম এ বাশার (এলডিপি), খিজির আয়াত খান (কৃষক শ্রমিক জনতালীগ), আব্দুল্লাহ আল মামুন (এনপিপি)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে খুররম খান চৌধুরী (বিএনপি) ইয়াসের খান চৌধুরী (বিএনপি), এড. গিয়াস উদ্দিন (জাসদ), হাসনাত মাহমুদ তালহা (জাতীয় পার্টি) আনোয়ারুল আবেদীন খান (আওয়ামী লীগ), মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম (স্বতন্ত্র), শহীদুল্লাহ শহীদ, শফিকুল আলম (জাকের পার্টি), মুফতী সাইদুর রহমান (ইসলামী আন্দোলন), আলম কবির (কৃষক শ্রমিক জনতা লীগ), লতিফুল বারী হামিম (গণফোরাম) ও আব্দুল কাদির (স্বতন্ত্র)।   

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল (আওয়ামীলীগ), ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদ মোর্শেদ (এলডিপি), নূর উদ্দিন (এনপিপি), এবি সিদ্দিক (বিএনপি), আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি), জয়নাল আবেদীন ( ইসলামী আন্দোলন)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (আওয়ামী লীগ), আশরাফুল হক জজ (স্বতন্ত্র), ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু (বিএনপি), আমান উল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আনোয়ার আজিজ টুটুল (বিএনপি)।

এ সম্পর্কিত আরও খবর