৬ দিন পর চালু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:52:01

প্রবল বন্যার কারণে ৬ দিন বন্ধ থাকার পর খুলেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এ দিন সকালে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স'র স্টেশন ম্যানেজার রাজীব রহমান জানান, আজ সকাল ৮টা ৫০ মিনিটে তাদের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটে অবতরণ করেছে।

এর আগে ১৭ জুন রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

গত রোববার থেকে রানওয়ের পানি নামতে শুরু করে। সোমবার প্রায় পানি পুরোপুরি নেমে যায় তবে অ্যাপ্রোচ এলাকায় লাইট পানিতে তলিয়ে থাকায় গতকাল বুধবারও উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি।

গত ২০ জুন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

এ সম্পর্কিত আরও খবর