নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার জানান, সেতু বিভাগ বুধবার ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন আমন্ত্রণপত্র গ্রহণ করেন। রহিমা খাতুন বলেন, তারা ইতোমধ্যে অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত সেুতটি।
সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মুন্সিগঞ্জের পদ্মাপারে। উদ্বোধন ও সমাবেশ হবে মাওয়ায়। তাই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন অনুষ্ঠান স্থল ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলছে সাজসজ্জা। জোরদার করা হয়েছে নিরাপত্তা।