গৌরীপুর পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-31 18:30:23

নতুন প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৫৫ কোটি ৯০ লাখ ৯ হাজার ৭৫৪ টাকা ৬২ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২১ লাখ ৯২ হাজার ২৫০ টাকা। উদ্বৃত্তের পরিমাণ ৬৮ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা ৬২ পয়সা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহররের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, পৌরসভার প্যানেল মেয়র (১) নাজিম উদ্দিন, প্যানেল মেয়র (২) দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র (৩) রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূর ইসলাম, জিয়াউর রহমান, মো. এমরান, সাদেকুর রহমান, আরিফুল ভুইয়্যা এনাম, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর