লালমাটিয়া মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলেনি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:15:27

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে কলেজের তহবিল তছরুপসহ নানা অনিয়মের কোনও প্রমাণ মেলেনি।

কলেজ সরকারিকরণের নিমিত্তে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা অমান্য করে ৫৫ জন শিক্ষক নিয়োগ, একই সময়ে দুই হেড থেকে একই বেতন-ভাতা গ্রহণ, কলেজের বাসায় থাকা অবস্থায় বাসা ভাড়া ভাতা গ্রহণ, অভ্যন্তরীণ পরীক্ষার সম্মানী খাতে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ, দুর্নীতির মাধ্যমে ২০১২ সাল থেকে নিজের আয়করের টাকা কলেজ তহবিল থেকে পরিশোধ সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক লালমাটিয়া মহিলা কলেজ নিরীক্ষা ও পরিদর্শন করে। নিরীক্ষা ও পরিদর্শন প্রতিবেদনে অনিয়মের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

গত বছরের ৩০ নভেম্বর বিসিএস শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে একটি দৈনিক পত্রিকায় ‘বিধি ভেঙে দুই জায়গার বেতন-ভাতা নিচ্ছেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল’ শিরোনামে সংবাদ ছাপা হয়।  

ওই সংবাদে উপরোক্ত অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক কর্তৃক দুদকে আবেদন দেওয়া হয়েছে বলে লেখা হয়। পরবর্তীতে ‘কী এত মধু লালমাটিয়া মহিলা কলেজে’ শিরোনামে চলতি বছরের ১০ জানুয়ারি আরও একটি দৈনিক পত্রিকায় একই অভিযোগ সংক্রান্ত সংবাদ ছাপা হয়। প্রকৃতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত পত্রিকায় প্রকাশিত কোনও অভিযোগেরই সত্যতা মেলেনি।

এ বিষয়ে লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ রফিকুল ইসলাম বলেন, এক শ্রেণির স্বার্থলোভী মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে, যা আমার সম্মানহানী হচ্ছে হচ্ছে আমি অনুরোধ জানাবো কাছে আপনারা সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশ করবেন।।

এ সম্পর্কিত আরও খবর