চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৬০৮ জনের নমুনায় পরীক্ষায় ৯৩ জন সংক্রমণ হয়। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ২৯ শতাংশ।
সোমবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিন চট্টগ্রামের ১৩টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
একই সময় বিআইটিআইডি ল্যাবে ৬৯ নমুনা পরীক্ষায় ৭টি, চমেক হাসপাতাল ল্যাবে ৭১টি নমুনায় ১৭টি, শেভরন ল্যাবে ৪৩টি নমুনায় ৬টি, ইপিক ল্যাবে ৬৮টি নমুনায় ৭টি এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৪৩ টি নমুনায় পরীক্ষা ২১ টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৮২ জন। উপজেলায় রোগী শনাক্ত হয় ১১ জন, মারা গেছেন একজন।
এনিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬৫ জন।