টঙ্গীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:30:15

রেলের অস্থায়ী কর্মচারীদের অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে টঙ্গীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রেলওয়ে শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবাব (৪ জুলাই) সকাল সাড়ে ১১ দিকে শ্রমিকরা প্রথমে মানববন্ধন করেন। পরে তারা টঙ্গী স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর এই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।

আন্দোলন করা রেলওয়ের শ্রমিকরা জানান, বাংলাদেশ রেলওয়ে অস্থায়ীপদে দক্ষ কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ প্রত্যাহার করতে হবে। অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ী করতে হবে। আউট সোর্সিং নামে কালো আইন বাতিল করতে হবে। আর আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর