সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১ মাস পর দেহাবশেষ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 07:19:32

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরণের এক মাস পর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিকেলে ডিপুর ভেতর টিনশেড পরিষ্কারের সময় এই দেহাবশেষ পাওয়া যায়।

এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক এইচ. এম দেলোয়ার হোসেন।

তবে ডিএনএ পরীক্ষা ছাড়া ওই দেহাবশেষ ঠিক কত জানের তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

তিনি বলেন, হাসপাতালে শুধু দেহের কিছু অংশ বিশেষ আসছে। এগুলো কয়েকটা টুকরো। ডিএনএ পরীক্ষা ছাড়া এখানে ঠিক কতজনের দেহাবশেষ তা বলা যাচ্ছে না। দেহাবশেষগুলো আগের মরদেহগুলোর সাথে ফ্রিজারে সংরক্ষণ করে রাখা হয়েছে।

গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৯ জনের লাশ উদ্ধার করে উদ্ধারকারী সংস্থাগুলো। এর মধ্যে ফায়ার সার্ভিসের ১০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছিলেন দুই শতাধিকের বেশি মানুষ।

এ সম্পর্কিত আরও খবর