সীতাকুণ্ডে বিস্ফোরণ: মাথার খুলি ও বুকের হাড়গোড় উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 22:25:00

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের এক মাস দুইদিন পর মাথার খুলি ও বুকের কিছুর হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে ডিপুর ভেতরে ধ্বংসস্তুপ শেডের মধ্য থেকে এসব দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বার্তা২৪.কমকে বলেন,বুধবার সকালে শেড পরিষ্কার করতে গিয়ে ওখানের কর্মীরা কিছু দেহাবশেষ দেখে আমাদের জানায়। আমরা গিয়ে দুপুর ২টার একটু আগে দেহাবশেষগুলো উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। দেহাবশেষ বলতে কিছু হাড়গোড় পাওয়া গেছে। যা দেখে মনে হচ্ছে মাথার খুলি ও বুকের দিকের হাড়গোড়।

আজকে এবং পরশু সোমবার উদ্ধার দেহাবশেষ গুলোকে একটি করে দেহ ধরেই হিসাব করছি। সেই হিসাবে এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন।

এরআগে সোমবার বিকেল পৌণে চারটার দিকে ডিপোর টিনশেডের নিচ থেকে কিছু দেহাবশেষ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর