নারীর প্রতি সহিংসতা রোধে সাইকেল শোভাযাত্রা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:58:42

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বগুড়া শহরে। এতে শহরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করেন। আর এই শোভাযাত্রায় সাইকেল চালিয়ে নেতৃত্ব দেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় শোভাযাত্রাটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাঠ থেকে শুরু হয়ে বগুড়া পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৮ হিসেবে বগুড়া জেলা পুলিশ এই শোভাযাত্রার আয়োজন করে।

‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি এক সাথে’, ‘নারীর কথা কথা শুনবে বিশ্ব কমলা রঙে নতুন দৃশ্য’ এই শ্লোগানকে সামনে রেখে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজিজুল হক কলেজ মাঠে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। এরপর পুলিশ সুপারের নেতৃত্বে কমলা রঙের টি শার্ট পড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন।

শোভাযাত্রাটি শহরের সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ, শিববাটি কালিতলা, দত্তবাড়ি, বড়গোলা, থানার মোড়, সাতমাথা, ইয়াকুবিয়া মোড়, পিটিআই মোড়, ঠনঠনিয়া, কলোনী বাজার হয়ে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুই পার্শ্বে বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী, পুরুষ ছাড়াও শিশুরা দাড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যতিক্রমী এই র‌্যালিতে বগুড়া শহরবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে। বগুড়া শহরে ইতিপূর্বে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন এর আগে কখনও হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর