কোটা সংস্কার আন্দোলন : পুলিশের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-17 13:44:58

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে (কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে) মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন দাবি ও স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষ্য, ‘আমাদের ক্যাম্পাসে গতকাল যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি।’ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী শারফুর রহমান বলেন, ‘আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি, তাহলে পুলিশ কেন এ হামলা করল? আমরা এ হামলার বিচার চাই।’ মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কারের যে দাবি, তা যৌক্তিক। এটা সরকারের মেনে নেওয়া উচিত।

এ সম্পর্কিত আরও খবর