রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন রাজনৈতিক সমাধানে কাজ করে যাচ্ছে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:49:36

 

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন রাজনৈতিক সমাধানে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার ( ৭ আগস্ট)  সকালে হোটেল সোনারগাঁওয়ে  বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি জোড়ালো ভাবে উত্থাপন করেছেন।

এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী  ওয়াং ই বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী  শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় এসেছেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ৪টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়ে

চীনের পররাষ্ট্রমন্ত্রী রোববার ( ৭ আগস্ট)  সকালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

এ সম্পর্কিত আরও খবর