খুলনা ডিপো থেকে ১৪ জেলায় জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-31 18:48:49

খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৪ জেলায় জ্বালানি পরিবহন বন্ধ রয়েছে। রোববার (৭ আগস্ট) ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য থাকবে।

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরি ভাড়া না বাড়ানোর প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে দিয়েছে। সকাল থেকে খুলনার কোনো ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন হয়নি।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার জন্য খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে।

বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ করে না দিলে, তারা ভাড়া বাড়াতে পারেন না। ট্যাংকলরিতে তেল নিয়ে পেট্রল পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে।

তিনি বলেন, আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও, পাম্প মালিকদের কমিশন বাড়ানো হয়নি। সে কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর