মাউন্টেন বাইক রেসে চ্যাম্পিয়ন বাকপ্রতিবন্ধী তাহমিদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-25 23:03:11

চট্টগ্রামের ফটিকছড়িতে সারেং ও দ্বি-প্রহর আয়োজিত বাইকস্টোনিক প্রেজেন্টস ব্যাং ‍এমটিভি মাউন্টেন বাইক রেস-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছেন তাহমিদ আহমেদ চৌধুরী।

বুধবার (১০ আগস্ট) উপজেলার ভূজপুর থানার নিউ দাঁতমারা টি এস্টেটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাক ও শ্রাবণ প্রতিবন্ধী এই কিশোর।

সারেং ও দ্বি-প্রহরের ফাউন্ডার মিনহাজুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টায় নিউ দাঁতমারা টি এস্টেটের অফিসের সামনে থেকে প্রতিযোগিতার শুরু হয়। চা বাগানে আঁকাবাঁকা পাহাড়ি পথের তিন ল্যাপে ১৫ কিলোমিটার দূরত্বের ট্র্যাকে আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার কিশোররা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন দাঁতমারা নিচিন্তা এলাকার আহমেদ আবু রাহাত চৌধুরীর বড় ছেলে তাহমিদ আহমেদ চৌধুরী। প্রথম রানার্সআপ হন হালিশহরের নাভিদ ইসলাম জাওয়াত এবং দ্বিতীয় রানার্সআপ হন চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মো. রায়হান। এছাড়াও ট্র্যাক রেস সম্পন্ন করা সবাইকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা শেষে এইদিন দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক রোবেল আহম্মেদ, নিউ দাঁতমারা টি এস্টেটের ব্যবস্থাপক মো.তছলিম হোসেন, হিসাবরক্ষক তৌহিদুল ইসলাম, দ্বি-প্রহর ফাউন্ডার সদস্য কাজী মনজুরুল ইসলাম, দেবব্রত রায়, সারেং ও দ্বি-প্রহর ফাউন্ডার মিনহাজুল ইসলাম ও বাইকস্টোনিক স্বত্বাধিকারী ও মাউন্টেন বাইকার আহসান হাবীব প্রমুখ।

তাহমিদ এর আগে ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেবার ইনজুরিতে পড়া সত্বেও অষ্টম হন তিনি। তাছাড়া দেশে আয়োজিত এমটিবি এন্ডোরো চ্যাম্পিয়শিপ বাংলাদেশ-২০২১ প্রথম হয়েছিল তাহমিদ।

এ সম্পর্কিত আরও খবর