নারীদের জন্য নতুন স্কলারশিপ চালু করল ব্র্যাক ইউনিভার্সিটি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-09-01 10:34:29

নারীদের উচ্চতর শিক্ষা অর্জনের আমেনা আজফার এবং হুরমাতুনেসা রব স্কলারশিপ চালু করল ব্র্যাক ইউনিভার্সিটি।

শনিবার(১ ডিসেম্বর) বিকালে মহাখালীর আইসিসিডিআরবিস্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ (ব্র্যাক জেপিএসএসপিএইচ) ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি চালু করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ কেসিএমজি।

আহমেদ মজুমদার ও মেট্রোপলিটনের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার নাহিদ কবীর ও ডিন ও ব্র্যাক জেপিএসএসপিএইচ এর অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ বক্তব্য দেন।

এই বৃত্তি শুধুমাত্র ব্র্যাক জেপিএসএসপিএইচ স্কুলে মাস্টার্স অফ পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জনকারী নারীদের পাবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বৃত্তি অর্থায়ন করে জেপিএসএসপিএইচ স্কুলের প্রতিষ্ঠাকালীন ডিন মুশতাক চৌধুরী, যিনি ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির উপদেষ্টার দায়িত্বে আছেন।

ঢাকার উত্তরায় নিজস্ব জমি বিক্রি করে ডা. মুশতাক চৌধুরী তাঁর মা মিসেস আমেনা আজফার ও শাশুড়ী মিসেস হুরমাতুনেসা রব নামে এই বৃত্তির অর্থায়ন করেন।

 

এ সম্পর্কিত আরও খবর