জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনশন কর্মসূচি পালন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:06:09

রাজধানীর গুলশানের নিকেতনে বসবাসকারী রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক ডা. দলিলুর রহমান নিজ বাসার ছাদে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন তিনি।

অনশনকালে ডা. দলিলুর জানান, হঠাৎ করে  জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ন্যূনতম খাবার কিনতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস বিরাজ করছে।

তিনি বলেন, দেশের মানুষকে বাঁচাতে, জীবনমানের অবনমন ঠেকাতে জ্বালানি তেলের দাম কমাতে হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে। পাশাপাশি পাচার করা সাড়ে ছয় লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে।

সন্ধ্যায় অনশন শেষ করে তিনি জানান, দাম না কমালে প্রেসক্লাব, ঢাবি, শহীদ মিনার, শাহবাগসহ বিভিন্ন স্থানে প্রতীক অনশন শুরু করবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর