শার্শায় ১৫টি স্বর্ণবারসহ পাচারকারী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-09-01 16:53:31

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তের গোগা সড়ক থেকে ১ কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণবারসহ শাহজামাল নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী শাহজামাল বেনাপোলের পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।

যশোর ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে, কর্ণেল মো: তানভির আহম্মেদ জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে শার্শা সীমান্ত পথে বিপুল পরিমাণে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন পাচারকারী সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টাকালে মোটরসাইকেল ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণবার পাওয়া যায়। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এনিয়ে গত ৬ মাসে ১৫ কেজি ৬শ গ্রাম স্বর্ণসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানায় বিজিবি।

এ সম্পর্কিত আরও খবর