রাঙ্গাকে বাদ দিয়েই রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 15:01:10

রংপুর জেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এতে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও হাজী আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে। বিলুপ্ত ওই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।
অনুমোদন দেয়া আহ্বায়ক কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচ এম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), ভিপি আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভোকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম ( রংপুর সদর), কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), আল মামুন (রংপুর সদর)। পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে সদস্য অন্তর্ভূক্ত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেন। রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জেলা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দ্বন্দ্বের মধ্যেই প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ থেকে অব্যাহতি পেয়েছেন মসিউর রহমান রাঙ্গা।

এ সম্পর্কিত আরও খবর