ভোলায় প্রায় ৬ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-28 06:24:14

ভোলার লালমোহনে কোস্টগার্ডের চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মহাজনপট্টির ৩টি দোকানে তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি ভোলা কর্তৃক ভোলার লালমোহন উপজেলার মহাজনপট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লালমোহন উপজেলা নিবার্হী কর্মকর্তা পল্লব কুমার হাজরা উপস্থিতিতে তিনটি দোকানে তল্লাশি চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার মিটার বিভিন্ন প্রকারের অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় জব্দকৃত জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি । পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সম্পর্কিত আরও খবর