পাবনায় আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ২

রাজশাহী, জাতীয়

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:37:53

পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় (৩ ডিসেম্বর) আওয়ামী লীগের নেতা সুলতান খাঁ ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতরা হলেন- সুলতানের বাবা লস্কর খাঁ এবং একই গ্রুপের মালেক সেখ (৪০) নিহত হয়েছেন। নিহত মালেক সেখ ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উভয় গ্রুপ সংঘর্ষে ব্যাপক গুলি বিনিময় করেছে। এ সময় গুলিবিদ্ধসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই পুলিশি ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বার্তা২৪.কমকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এসব কর্মকাণ্ড করছে।

তিনি দাবি করেন, সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।

এ সম্পর্কিত আরও খবর