বেরোবি: টাকা নিতে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 06:44:52

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে তথ্য সহায়তা প্রদানে বাধা দেয়ায় ছাত্রলীগ কর্মীদের মারধর করেছে স্থানীয় এলাকাবাসী। এঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পার্কের মোড়স্থ স্থানীয় মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করলে ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সদস্য আশিকুন নাহার টুকটুকি, ছাত্রলীগ কর্মী কাওসার হাবিব অভি, বাঁধন, পাভেলসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী বাধা দেয় এবং ওই স্টল তুলে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীর পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ফয়সাল আজম ফাহিন, কারমাইকেল কলেজ ছাত্র পারভেজ আলম নেতৃত্বে  বহিরাগত ৩৫-৪০ জনসহ স্থানীয় এলাকাবাসীরা পার্কের মোড়ে এসে অভিকে তুলে নিয়ে যায়।

এসময় উভয় পক্ষের হাতাহাতিতে টুকটুকি, বাধন, সোহেল সিদ্দিকি, পাভেল, শুভ হক নামে বেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা পার্কের মোড়ে সড়ক অবরোধ করে। এসময় পার্কের মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাজহাট থানা পুলিশ এবং বিশ^বিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীরা সড়ক অবরোধ তুলে নেয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আহত কাওসার হাবিব অভি জানায়, তাকে তুলে নিয়ে যাওয়ার পর ফাহিন, পারভেজ আলমসহ বেশ কয়েকজন মিলে মারধর করে এবং ভয়ভীতি দেখায়।

এ সম্পর্কিত আরও খবর