আমরণ অনশনের ঘোষণা ইডেন কলেজ ছাত্রলীগের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:37:26

আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ বহিষ্কৃতরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃতরা বলেন, ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।

তারা বলেন, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ২১ জন নেত্রী ছিলেন, কিন্তু ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? এতেই বোঝা যায়, আমরা তাদের প্রতিহিংসার স্বীকার।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আজ থেকেই অনশন শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ওই কমিটির ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ সংবাদ সম্মেলন করে বহিষ্কৃতরা।

এ সম্পর্কিত আরও খবর