সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি: সানজিদা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 20:35:08

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের আট জনকে নিজ জেলা ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই আট ফুটবলার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা এবং একই বিদ্যালয়ে পড়াশোনা করা ফুটবলার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগরীর শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে সাফজয়ী আট ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া আট ফুটবলার হলেন, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার সানজিদা আক্তার বলেছেন, এর আগে ফুটবলে অনেক জয় পেয়েছি। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা এর আগে কখনও পাইনি। মানুষের এই ভালোবাসাকে পুঁজি করে সামনের দিনে আরও ভালো কিছু করার দায়িত্ব বেড়ে গেছে। দেশবাসী যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা সামনের দিনে আরও বড় জয় এনে দিতে পারবো।

আরেক মিডফিল্ডার মারিয়া মান্ডা কলসিন্দুর প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই শিক্ষকরা আমাদের পাশে না থাকলে আজকে আমরা অজপাড়াগাঁ থেকে এসে জাতীয় দলে খেলার সুযোগ পেতাম না। সাফ চ্যাম্পিয়নশিপও জয়লাভ করতে পারতাম না। আমরা সামনের দিনে আরও ভালো কিছু করতে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে আট ফুটবলারের হাতে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সংবর্ধনায় নারী ফুটবলকন্যাদের ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তাদের নগদ ২ লাখ টাকা উপহার দেন। এছাড়া নগরীর প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক মশিউর রহমান চন্দন নগদ এক লাখ টাকা উপহার দেন।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর