বগুড়ায় নারীকে কুপিয়ে হত্যা: এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 11:36:28

বগুড়ায় জোসনা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে বুলু মিয়ার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বুলু আদমদীঘি উপজেলার তালশন এলাকার মৃত আ. রহমানের ছেলে। রায় ঘোষণার সময় জামিনে মুক্ত থাকা আসামি বুলু আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাছিমুল করিম হলি জানান, আদমদীঘি উপজেলার তালশন এলাকার দণ্ডপ্রাপ্ত আসামি বুলুর পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের সাথে দ্বন্দ্ব ছিল। এই নিয়ে ২০১৩ সালের ৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে বুলুর মা বুলুনের সাথে মান্নানের স্ত্রী জোসনা বেগমের (৪৫) সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বুলু তাদের রান্না ঘর থেকে ধারালো বটি দিয়ে প্রথমে পায়ে কোপ মেরে গুরুতর জখম করে। এতে জোসনা মাটিতে লুটিয়ে পড়লে আবারও বুলু ওই বটি দিয়ে তার মাথায় কোপ দেয়।

তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্বামী আব্দুল মান্নান বুলুর নামে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার তৎকালীন এস আই রফিকুল ইসলাম বুলুকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ জমা দেন।
বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য নেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ সাজা দেন।

এ সম্পর্কিত আরও খবর