বগুড়ায় বেড়াতে এসে দুর্ঘটনায় সন্তান নিহত, স্বামী-স্ত্রী আহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-28 09:23:47

পূজার ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে বগুড়ায় বেড়াতে এসে ফেরার পথে দুর্ঘটনায় ছেলে সোহাগ (৮) নিহত এবং তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়।
সোহাগ নওগাঁ জেলার মান্দা থানার চকবারু গ্রামের একরামুল হোসেনের ছেলে।

জানাগেছে, এনজিওকর্মী একরামুল হোসেন পূজার ছুটিতে স্ত্রী- সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ার মম ইন পার্কে বেড়াতে আসেন। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলার তিসিগাড়ি নামকস্থানে সড়কে পার্শ্বে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মাথায় রড ঢুকে বাবা ও ছেলে গুরুতর আহত হন। একরামুলের স্ত্রী সালমা বিবিও পড়ে গিয়ে আহত হন।

পুলিশ তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সোহাগ মারা যায়। তার বাবা একরামুলের অবস্থা আশঙ্কাজনক।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এর চালককে পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর