রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:20:57

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারে পৌঁছান তিনি। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল) এস এম সরওয়ার কামাল।

তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূতের কক্সবাজারে ২-৩ দিন অবস্থান করার কথা রয়েছে। তিনি উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের দেখতে যাবেন।

উল্লেখ্য, আর্ল রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর নানাভাবে চাপও প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন রাষ্ট্রদূত মিলার।

এ সম্পর্কিত আরও খবর