অন অ্যারাইভাল ভিসায় যা সুবিধা দেবে চীন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:03:21

এখন থেকে বাংলাদেশিদের 'ভিসা অন অ্যারাইভেল’ সুবিধা দেবে চীন। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশের পরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৩০ নভেম্বর ভার্বাল নোট পাঠিয়ে এ সুবিধার বিষয়টি নিশ্চিত করে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক প্রয়োজনে অথবা জরুরি কাজে অথবা ব্যবসার প্রয়োজনে চীনে যাওয়ার জন্য কারো আমন্ত্রণপত্র থাকলে অথবা মেরামত কাজের পাশাপাশি অন্যান্য জরুরি কাজে চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে টুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে পোস্ট ভিসার জন্য আবেদন করে ভিসা লাভ করবেন। চীনের পোস্ট ভিসায় প্রতিবার ভ্রমণের শর্তে ৩০ দিনের মেয়াদ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে চীনের স্টেট কাউন্সিলর অ্যান্ড মিনিস্ট্রি অব পাবলিক সেক্রেটারি জয় হো কেসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২৫ অক্টোবর বাংলাদেশে সফর করে। পরে ২৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন, অর্থ পাচার প্রতিরোধ, ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বৈঠকে, সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের চীনে ভ্রমণের জন্য 'ভিসা অন অ্যারাইভাল'এর জন্য অনুরোধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চীনের পক্ষ থেকে ৩০ নভেম্বর 'ভিসা অন অ্যারাইভাল' দেয়ার ঘোষণা করা হয়।

অবশ্য অফিসিয়াল এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য উভয় দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। মালদ্বীপের সঙ্গেও বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। এছাড়া অফিসিয়াল, ডিপ্লোম্যাটিক উভয় পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া তুরস্ক, ভারত ও চীনের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। আর শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য জাপান ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর