অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার ( ৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ভিকারুননিসা শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের কমিটি। দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাই মামলা ও তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে বরখাস্ত করার সুপারিশ করে কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।