পানিতে তলিয়ে যাওয়া দু’জনের খোঁজ ২৪ ঘণ্টায়ও মেলেনি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-31 06:52:55

রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পানির নীচে তলিয়ে যাওয়া দু’জনের খোঁজ ২৪ ঘণ্টায়ও মেলেনি।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। লংগদুর কাট্টলী বিলের গাছকাটা ছড়া এলাকায় শত মানুষের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এই দুর্ঘটনায় পতিত স্পিডবোটটিতে যাত্রী পরিবহনের সময় যাত্রীদের কোনো প্রকার লাইফ জ্যাকেট পরিধান করানো হয়নি বলে জানা গেছে।

শুক্রবার বিকেল তিন টার সময় রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লিটন চাকমা ও এলিনা চাকমা নামের দুই যাত্রী কাপ্তাই হ্রদের পানির নীচে তলিয়ে যায়। এসময় উক্ত স্পিডবোটে থাকা আরো ৭জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে লিটন চাকমা পেশায় শিক্ষক ও এলিনা চাকমা শিজক কলেজের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, বালুভর্তি দেশীয় ইঞ্জিনবোটটি রাঙামাটি থেকে ছেড়ে লংগদু যাচ্ছিলো এবং যাত্রীবাহি স্পিডবোটটি রাঙামাটির রাজবন বিহারে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কঠিন চীবর দানানুষ্ঠানে যোগদানের জন্য আসতেছিল। বালুভর্তি বোটটির চালক নজরুল ইসলাম জানান, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোটটি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।

স্পিডবোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখের মধ্যে কিছু একটা পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে উদ্ধার তৎপরতা শুরু করেছিলাম।

রাত হয়ে যাওয়ায় আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর