গেল অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। তবে, অক্টোবরে বেড়েছে মজুরি সূচকও। এ মাসে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, সেপ্টেম্বরে এটি ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, সেপ্টেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিলো ৯ দশমিক ১০ শতাংশ। একই সঙ্গে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অক্টোবরে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিলো ৬ দশমিক ৮৬ শতাংশ।
অর্থনীতির কঠিন এ সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমে আসার তথ্যকে অত্যন্ত ভালো খবর মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিকভাবে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে মূল্যস্ফীতি দৃশ্যমান হারে কমে এসেছে। আশা করি আগামীতেও কমবে।
আগামী মাসে নতুন ধান উঠলে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করেন তিনি। মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি মজুর সূচকও বেড়েছে অক্টোবরে।
অক্টোবরে মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে বিবিএস বলেছে, সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলের দর কমেছে। প্রায় বেশিরভাগ সবজির দরও কম ছিল। খাদ্যবর্হিভূত পণ্যের মধ্যে স্বর্ণের দরও কম ছিল। তবে খাদ্যপণ্যের মধ্যে চিনি, ব্রয়লার মুরগি,লবন,পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফলের দর বেড়েছে। এছাড়া খাদ্যবর্হিভূত পণ্যের মধ্যে পোশাক, সিলিন্ডার গ্যাস ইত্যাদির দাম বেশি ছিল।