ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জ্বরে কাঁপছে সারাবিশ্ব এতে বাদ পড়েনি বাংলাদেশও। নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জের পর ময়মনসিংহে গফরগাঁওয়ে ব্রাজিল বাড়ি। ব্রাজিলের পতাকার রঙের বর্ণিল সাজে পাল্টে গেছে বাড়ির নাম। তাই ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের উৎসব ।
উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গামড়িপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে, স্থানীয় যুবলীগ নেতা মুখলেছুর রহমান নামে এক ব্রাজিল সমর্থক নিজের বাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। বিষয়টি স্থানীয় ফুটবলপ্রেমী মানুষের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। দূর-দূরান্ত থেকেও অনেকে ব্রাজিল বাড়িটি দেখতে ছুটে আসছেন। ছোটবেলা থেকেই ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থক ছিলেন মুখলেছুর রহমান। প্রতিবার বিশ্বকাপের আগে ব্রাজিলের বিশাল আয়তনের পতাকা টানান তিনি। এবারও তিনি বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে তিনকক্ষের নিজ বসতবাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন।
ফুটবলপ্রেমী মুখলেছুর রহমান বলেন, আমার স্ত্রী-সন্তান ও তিনভাই সহ পরিবারের সব সদস্যরা ব্রাজিল সমর্থক। আমার বসতবাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ভালোই লাগছে। কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
বাড়িটি দেখতে আসা হুমায়ন আহমেদ জানান, বাড়ির কথা শুনে তিনি গফরগাঁও সদর থেকে দেখতে এসেছেন।
তিনি বলেন, বাড়িটি দেখতে ভালো লাগছে এটা ফুটবল বিশ্বকাপের উন্মদনা যদি ও তিনি আর্জেন্টিনা দলের সমর্থক।
গফরগাঁও সরকারী কলেজের বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী নূর মোহাম্মদ ইয়ন বলেন, বিশ্ব কাপ আসলে চারদিক উৎসব উৎসব ভাব চলে আসে। মনে শান্তি লাগে। তবে নিজের দেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলে খুবই ভালো লাগতো। বর্তমানে ব্রাজিল দলকে সমর্থন জানাচ্ছি।
ফুটবলপ্রেমীরা কিনছেন যার যার প্রিয় দলের পতাকা এবং জার্সি। দর্জি দোকানকার যেমন পতাকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তেমনি জার্সিও দোকানদারও জার্সি বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। পুরো উপজেলায় এখন ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের পতাকা ছেয়ে গেছে। ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের পতাকা ছাদে বা বড় বড় গাছের ডালে এবং ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে পতাকা টানিয়ে প্রিয় দলকে সমর্থনের বিষয়টি জানান দিচ্ছেন। বিশ্বকাপের উন্মাদনা চায়ের দোকান থেকে অফিসপাড়া এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গড়িয়েছে।