বৃত্তি পরীক্ষা দিল মাদরাসার ৩০০ শিশু শিক্ষার্থী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-27 22:05:26

মেধা যাচাইয়ের লক্ষে মাদরাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে টাঙ্গাইলের গোপালপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ঝাওয়াইর ইউনিয়নের ননিল দারুসসালাম কওমী মাদরাসায় শিশুদের নিয়ে বৃত্তি পরীক্ষা (নূরানী ইস্কলার শীপ) এর আয়োজন করে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষা ফাউন্ডেশন।

বৃত্তি পরীক্ষা চলাসময় কেন্দ্র পরিদর্শন করেন- অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ঝাওয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার মিজান, গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান।

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বৃত্তি পরীক্ষায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণির ১৬ টি মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সস্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর