চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-30 11:44:49

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসিতে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন। যেখানে গেল বছর পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন ও ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন।

এদিকে বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১। মানবিকে পাসের হার ৭৮ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ।

জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২১৩টি কেন্দ্রে ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী ছিলো।তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর