দুর্নীতির দায়ে কুষ্টিয়া ডিসি অফিসের সাবেক দুই কর্মচারীর কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 13:09:08

কুষ্টিয়ায় ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চলন পাইপ লাইন নির্মাণ প্রকল্পে দুর্নীতির দায়ে রেজাউল করিম ও রবিউল ইসলাম নামে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক দুই কর্মচারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে চার লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, আসামী রেজাউল করিম ও রবিউল ইসলাম অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে পেনাল কোডের ৪০৯ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণের কারণে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য তাদের প্রত্যেককে ক্রিমিনাল ল এমেনমেন্ট এ্যাক্টের ৯ ধারার বিধান অনুযায়ী চার লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানকরা হয়। সকল দণ্ড একত্রে চলবে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম (৫৮) মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ইজ্জত আলীর ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার সাবেক কানুনগো (অবসরপ্রাপ্ত) ছিলেন। রবিউল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার (চাকরিচ্যুত) ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি রেজাউল করিম ও রবিউল ইসলাম ২০১৪ সালে ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চলন পাইপ লাইন নির্মাণ প্রকল্পে অসৎ উদ্দেশ্যে প্রতারণা পূর্বক অর্পিত ক্ষমতার অপব্যবহার করে তঞ্চকতার আশ্রয় নিয়ে নিজে লাভবান হওয়ার বা অপরকে লাভবান করার অসৎ উদ্দ্যেশ্যে পরস্পর যোগসাজশে বিধি বহির্ভূতভাবে প্রকৃত জমির শ্রেণী ধানি হওয়া সত্ত্বেও ধানি শ্রেণি মূল্য প্রদান/গ্রহণ না করে ভিটা শ্রেণী হিসেবে ৪ লাখ ২৪ হাজার ৭৩৯ টাকা প্রদানের/গ্রহণের মাধ্যমে সরকারের ৩ লাখ ৫০ হাজার ৬৬৯ টাকার আর্থিক ক্ষতি সাধন পূর্বক আত্মসাৎ করে। এঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের ততকালীন দুনীতি দমন কমিশন উপ-পরিচালক মোঃ আব্দুল গাফফার বাদী হয়ে ২০১৬ সালের ২৬ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চলন পাইপ লাইন নির্মাণ প্রকল্পে দূর্নীতির মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর