ঢাবি এলাকায় গাড়িচাপায় নারীর মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড: রমনা ডিসি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 14:56:35

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে নারীর মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড দাবি করছে পুলিশ। গাড়িচালক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহর সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত পদক্ষেপে সহায়তার কথাও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

তিনি বলেন, এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। শিক্ষক স্বাভাবিক ছিলেন কি না তা তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। এ আইনে যাতে শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি মো. শহিদুল্লাহ বলেন, খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন!

তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের (পুলিশ) পক্ষ থেকে তার চিকিৎসার খরচ বহন হচ্ছে, সিটিস্ক্যান করা হয়েছে। আমরা এখনো তার (চালক) পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি নম্বর পেয়েছিলাম তার স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয় কল ধরেনি, পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর