দেশে ভূমিকম্প অনুভূত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:19:36

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল বঙ্গপোসাগরে৷ সেখানে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এটি স্থায়ী ছিল প্রায় ৬ সেকেন্ড।  ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পান।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ঢাকা থেকে ১২ হাজার ৯৬৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে দিকে।

এ সম্পর্কিত আরও খবর