এবার রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটির নেতৃত্বে আসার জন্য পদ প্রত্যাশীদের দিতে হলো লিখিত পরীক্ষা। নেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে পরীক্ষার মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।
এর আগে বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মীসভা। দীর্ঘ সময় ধরে কর্মীসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শেষে ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’বইটি থেকে করা প্রশ্নে দিয়ে পরীক্ষা নেয়া হয় পদপ্রত্যাশীদের
৩০ মিনিট সময়ে ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রায় অর্ধশতাধিক পদ প্রত্যাশী।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন ' আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজ শাখার সাংগঠনিক সম্মেলন । কাজেই শুধু কাউনিয়া নয় জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো'।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন,'অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানে না। তারাও নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে'।