বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:11:15

বিজয়ের মাস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

শুক্রবার (৭ ডিসেম্বর) পৃথকভাবে তাদের সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. এ. কে. শামসুদ্দোহা প্রমুখ।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে জুমার নামাজ শেষে রাবি উপাচার্য, উপ-উপাচার্যদের সঙ্গে নিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউজিসি চেয়ারম্যান।

পরে বিকেলে রাজশাহীতে ফিরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এদিকে, শনিবার (৮ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) পঞ্চমবারের মতো গ্রাজুয়েশন সিরেমনি-২০১৮ পালন করতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। এর প্রেক্ষিতে একদিন পূর্বে রাজশাহী পৌঁছেছেন ইউজিসি চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও খবর