গাইবান্ধায় নিরাপদ বিদ্যালয় ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-24 19:41:51

বাংলাদেশের সকল স্কুলকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে গাইবান্ধায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) সদর উপজেলার রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

'প্ল্যান ইন্টারন্যাশনাল' বাংলাদেশের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়নাধীন নিরাপদ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ আয়োজন করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক সাইফুল আলম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটারিয়ান রেজিলিয়েন্স ম্যানেজার গোলাম রাব্বানী ও ডিআরএম স্পেশালিষ্ট কাজি আব্দুল কাদির প্রমুখ।

এ প্রশিক্ষণে এসকেএস ফাউন্ডেশনের সিনিয়র স্টাফসহ ৩০ জন অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের দুর্যোগ কাঠামো, সিন্দাই ফ্রেমওয়ার্ক, দুর্যোগের ফলে শিক্ষা ও শিশুর ওপর এর প্রভাব, বিদ্যালয়ে নিরাপত্তা ফ্রেমওয়ার্ক, মগড্রিল এবং দুর্যোগ বিষয়ক বাংলাদেশ সরকারের বিভিন্ন পলিসি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণে আলোচনা হয়।

এ সম্পর্কিত আরও খবর