শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-26 03:26:21

এবার শ্রেণি শিক্ষিকা হাসনাহেনার মুক্তির দাবিতে ভিকারুননিসার সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

এর আগে ২ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনা ঘটে।

পরে অরিত্রীর বাবা দীপক অধিকারীর দায়ের করা আত্মহত্যায় প্ররোচনাকারী মামলায় ডিবির হাতে গ্রেফতার হন শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা। তার মুক্তির দাবিতে এবার বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দেন, তারা বলছেন, মুক্তি চাই, মুক্তি চাই, হাসনা হেনার মুক্তি চাই। নির্দোষ, নির্দোষ, আমার মা নির্দোষ।

এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন তারা। তবে নির্দোষ কোন শিক্ষিকার নয় বলে জানান।

উল্লেখ্য, দীপক অধিকারীর করা মামলায় তিন নম্বর আসামি হিসেবে শিক্ষিকা হাসনা হেনাকে ৫ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর উত্তরার হোটেল ইন থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর