আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মোরশেদ খান

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:39:15

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এম মোরশেদ খান বার্তা২৪.কমকে বলেন, আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

শিক্ষা সনদ না থাকা ও বিদ্যুৎ বিল খেলাপির কারণে তার মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান একটি কোম্পানির নমিনি পরিচালক ছিলেন। ওই কোম্পানির কিছু বিল বকেয়া ছিল। নিজের কোম্পানি না হওয়ায় এ বিষয়ে কমিশনে আপিল করা হলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে শনিবার শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই আপিল শুনানি চলছে।

এ সম্পর্কিত আরও খবর