মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:46:05

বরিশালে আলোচনা সভা ও আনন্দ র‌্যালীর মধ্যে দিয়ে বরিশাল মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড।

মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আবদুল হক বীর বিক্রম, আবদুস ছাত্তার বীর উত্তম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শেখ কুতুব উদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরামের বিভাগীয় আহবায়ক প্রদীপ কুমার ঘোষ ও ভাষাসৈনিক মো. ইউসুফ কালু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

তাছাড়া যতদিন পর্যন্ত বাংলাদেশে একজন রাজাকার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা সংগ্রাম চালিয়ে যাবে।

আলোচনা সভা শেষে একটি আনন্দ র‌্যালী বের হয়।

এ দিকে বিকেলে উদীচি ও বরিশাল নাটকের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- নগরীর বিজয়বিহঙ্গ চত্বরে মোমবাতি প্রজ্বলন, আলোচনা, সংগীত ও নৃত্য এবং নাটক।

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের আয়োজনে বিকেল ৩টায় বরিশাল সিটি কলেজ মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে বরিশাল বিষয়ক উন্মুক্ত পাঠ আড্ডা।

এ সম্পর্কিত আরও খবর