জাতীয় পার্টিতে এরশাদের পরেই হাওলাদার!

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 06:36:37

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেওয়ার পাঁচ দিনের মাথায় দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাকে বিশেষ ক্ষমতাবলে বিশেষ সহকারী নিয়োগ করেছেন। এখন থেকে তিনি পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে- পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে।

তার এই পদায়নের ফলে জাতীয় পার্টিতে রুহুল আমিন হাওলাদার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ৩ ডিসেম্বর এরশাদ রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে তার জায়গায় দলের প্রেসিডিয়াম সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙাকে দায়িত্ব দেন।

সাম্প্রতিক সময়ে দলীয় মনোনয়ন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে দলের অনেক নেতা ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা রয়েছে, এসব অভিযোগের প্রেক্ষিতে মহাসচিবকে সরানো হয়।

এ সম্পর্কিত আরও খবর