ঠাকুরগাঁওয়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-09-01 02:23:11

ঠাকুরগাঁওয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ পরে ৩ ঘণ্টা ৩০ মিনিট পরে রেললাইনে থাকা ক্ষতবিক্ষত ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্বাভাবিকভাবে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম৷

রোববার (২২ জানুয়ারি) জেলার সদর উপজেলার শিবগঞ্জ আমতলী ৪৬২ কিঃমিঃ (ভাতারমারী ফার্ম) এলাকায় রেলক্রসিং (আনম্যান গেট) এ ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

স্টেশন মাস্টার বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন থেকে ১ টা ২০ মিনিটে ছেড়ে যায়। তার কিছুক্ষণ পরে আমতলী রেলক্রসিংয়ে ট্রাকের সাথে দুর্ঘটনার কবলে পরে৷ ট্রাকটির ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনে আটকে যায়৷ সেটি সরাতে তিন ঘণ্টারও অধিক সময় লেগেছে। তারপরে পঞ্চগড় এক্সপ্রেস আবার যাত্রা শুরু করেছেন৷ ট্রেনের ভ্রমণের সময়সূচি আজ তারতম্য ঘটবে৷

এ সম্পর্কিত আরও খবর