বুধবার থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 22:13:56

পল্লবী স্টেশনে মেট্রোরেল বুধবার (২৫ জানুয়ারি) থেকে থামবে। একই সঙ্গে এদিন থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিরও কিছুটা পরিবর্তন হবে। একই দিন পল্লবী স্টেশন থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবেন। আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনে মেট্রোরেল থামানো হবে বলে জানিয়ে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জানিয়েছে, ২৫ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৮টা-সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে সকাল ৮টায় মূল গেট খুলে দেওয়া হবে। ২৬ মার্চ থেকে সব স্টেশন চালু করা হবে।

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রোরেল যাত্রা শুরু করে। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সরাসরি চলাচল করছে।

২০১২ সালে সরকার মেট্রোরেল প্রকল্প গ্রহণ করে। দেশের প্রথম মেট্রোরেলের নাম ‘এমআরটি লাইন-৬’। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর মধ্যে ১৭টি স্টেশন থাকছে। মেট্রোরেল নির্মাণে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয় হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর