নেত্রকোনায় দুর্নীতি বিরোধী শপথ, গণস্বাক্ষর সংগ্রহ

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-26 18:13:04

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নেত্রকোনায় গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনুল ইসলাম।

মানববন্ধনে 'আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই' এ স্লোগান সামনে রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকিৎসক ডাক্তার এম এ হামিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সম্পাদক আলী আমজাদ খান আন্টু, জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম এ্যানি, কলেজ শিক্ষক নাজমুল কবীর সরকার, শিক্ষক গোলাম মোস্তফা, আইনজীবী তরুণ কমল বিশ্বাস, শিক্ষার্থী রুমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সোমা আক্তার, মীর মণ্ডল ও এনজিও কর্মী মৃণাল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী গণজাগরণের গান পরিবেশন করে শতদল শিল্প গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর