রাজবাড়ী আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক রাজ্জাক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-28 04:11:19

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের মো. আনোয়ার হোসেন ৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো.আব্দুর রাজ্জাক ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ্যাড. অশোক কুমার বোস।

জানা গেছে, তিনটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি পদে দুইজন প্রার্থী নির্বাচন করেছেন। যে তিনটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার-আনিছ-নিরঞ্জন পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে শহিদুল-টিটু-রাজ্জাক পরিষদ এবং সাধারণ আইনজীবী পরিষদ থেকে মোস্তফা-বাচ্চু-বিজন পরিষদ।

জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মো.আনোয়ার হোসেন ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের এ.টি.এম মোস্তফা মিঠু পেয়েছেন ৬৯ ভোট।

সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মো.আনিছুর রহমান ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ৮১ ভোট।

অন্যদিকে,সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো.আব্দুর রাজ্জাক ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী ফোরাম থেকে বিজন কুমার বোস ৫২ ভোট।

সহ-সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে মো.আশরাফুল হাসান আশা ৮৮ ভোট এবং সাধারণ আইনজীবী পরিষদ থেকে খান মোহাম্মদ জহুরুল হক ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের তসলিম আহমেদ তপন পান ৭৩ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবুল বাশার মোহাম্মদ শরীফ পান ৫৯ ভোট।

এছাড়াও ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল থেকে আহমেদ আলী মৃধা (বাটু) ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের বিপ্লব কুমার রায় ৬৮ ভোট পান।

এছাড়াও সদস্য পদে মো. তুহিন শেখ ৯৬ ভোট, সাখাওত হোসেন সালেহ ৮৬ ভোট, সুখেন্দু চক্রবর্তী ৮৩ ভোট, অনুপ কুমার দাস ৮২ ভোট ও খন্দকার সানোয়ার হোসেন ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলে। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এরপর রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর