ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র খুন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 14:17:04

ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে সদর উপজেলার চুরখাইয়ের জামতলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা পৌনে ৪টার দিকে হাসপাতালে আনার পর দুইজন মারা গেছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিন জনের এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, সদর উপজেলার চুরখাই জামতলা এলাকার আবুল খায়েরের সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই জমি মাপ দেয়াকে কেন্দ্র করে কামাল মিয়া তার তিন ছেলে এবং স্ত্রী মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনের ওপর হামলা করে। হামলায় পিতা পুত্রসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তোর জন্য মর্গে রাখা হযেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর