সুন্দরবন না থাকলে এক-তৃতীয়াংশ মানুষ উদ্বাস্তু হবে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 23:53:30

সুন্দরবন না বাঁচলে দেশ বাঁচবে না, দেশের এক-তৃতীয়াংশ মানুষ উদ্বাস্তু হবে। এ কারণে সুন্দরবন রক্ষার দাবি শুধু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের নয়, এটা দেশের সব বিবেকবান মানুষের দাবি। বর্তমান সরকার সুন্দরবন সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং এর সুফল পাওয়া যাচ্ছে। এসব কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে বন বিভাগের পাশাপাশি সুন্দরবন রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী। ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগানে সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে দিবসটি পালন করা হয়। বন অধিদপ্তর খুলনা সার্কেলের বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনার জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। দেশে অভ্যন্তরীণ পর্যটন শিল্প বিকাশ লাভ করছে জানিয়ে প্রধান অতিথি বলেন, বর্তমানে প্রায় এক কোটি মানুষ বছরে দেশের ভেতরে পর্যটন করছেন। এর একটা উল্লেখযোগ্য অংশ সুন্দরবনে আসছেন। কিন্তু সুন্দরবনে আসা পর্যটকেরা সুন্দরবনের পরিবেশ বিনষ্ট করছে। অনুষ্ঠানে বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দর দিবস পালনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর